রাজশাহীতে গ্রীষ্মের আগেই অগ্নিমূর্তি ধারণ করেছে প্রকৃতি! বইছে লু হাওয়া

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গ্রীষ্মের আগেই যেন অগ্নিমূর্তি ধারণ করেছে প্রকৃতি। গত দুদিন ধরে রাজশাহীতে লু হাওয়া বয়ে যাচ্ছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩টায় তীব্র সূর্য দহনে রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আর এটিই ছিল চলতি মৌসুমে ধারণ করা রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা।
তাপমাত্রার এমন উচ্চগতিতে হাঁসফাঁস করছে জনজীবন। অসহনীয় অস্বস্তিতে পড়েছে পশু-পাখিও। দুপরে রাস্তা-ঘাটে মানুষজনের আনাগোনা কমে যাচ্ছে। রমজানের শেষভাগে এসে এমন প্রখর তাপমাত্রায় রোজাদারদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। তীব্র খরায় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। হঠাৎ করেই মাঝারি তাপপ্রবাহে শুকিয়ে ঝরে যাচ্ছে গাছের আমের মুকুলেরগুটি।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) রহিদুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (২৮ মার্চ) বেলা ৩টায় রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আর এটিই ছিল চলতি মৌসুমে ধারণ করা রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত শনিবার (১৫ মার্চ) বেলা তিনটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বর্তমানে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এমন অসহনীয় তাপমাত্রা অব্যাহত থাকার পাশাপাশি আরও বাড়তে পারে বলে জানান রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের এই কর্মকর্তা। সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি থাকলে তাকে মৃদু তাপদাহ, ৩৮ থেকে ৪০ পর্যন্ত মাঝারি তাপদাহ, ৪০ থেকে ৪২ পর্যন্ত তীব্র তাপদাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা উঠলে সেটিকে অতি তীব্র তাপদাহ বলা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.