রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কোটি টাকা মুল্যের ১ কেজি হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক ও হোরোইন উদ্ধার করে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম বাবু হোসেন আসমত (৩৫)। বাবু ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
র‌্যাবের অপারেশন অফিসার ফ্লাইট লে. মারুফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ীর চরভূবনপাড়া গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু হোসেন আসমতের বাড়িতে অভিযান চালায়।
র‌্যাবের কাছে সংবাদ ছিল বাবু তার বাড়িতে ভারত থেকে হেরোইন আমদানি করে বিক্রির জন্য মজুদ রেখেছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাব শুক্রবার বিকেলে বাবুর বাড়ি ঘেরাও করে। পরে সেখান থেকে দুইজন পালানোর চেষ্টা করলে র‌্যাব মাদক ব্যবসায়ী বাবুকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মুল্য প্রায় কোটি টাকার উপরে।
শুক্রবার রাতে বাবুকে গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধেেএকটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.