রাজশাহীতে কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আজ বৃহস্পতিবার (০৭ মে) বিকেল প্রায় ৪.১৫ ঘটিকায় হঠাৎ করে মেঘের প্রচণ্ড গর্জন শুনে আকাশের দিকে তাকানোর পর দেখা যায় দক্ষিণ-পশ্চিম কোণে কিছু একটা ঘটছে,সেই গর্জন আস্তে আস্তে বাড়তে থাকে এবং সারা আকাশ অন্ধকার হয়ে যায়।

১৫/২০ মিনিটের মধ্যে শুরু হয় তুমুল ঝড়,চারিদিকে গাছপালা দুলতে থাকে।ধুলোই অন্ধকার হয়ে যায় পুরো রাজশাহী শহর। মিনিট দশেক চলে ঝড়। তারপর শিল পড়তে থাকে শুকনো সিল বৃষ্টি ছাড়া।মাত্র মিনিট পাঁচেক পরে শুরু হয় বৃষ্টিপাত। ঝড় ও বৃষ্টি আওয়াজে প্রকম্পিত হতে থাকে শহর।

রাজশাহীতে এই কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি চলে বিকেল প্রায় পাঁচটা পর্যন্ত। ঝড় বৃষ্টি তে শিলার পরিমাণ অনেকটা কম হওয়ায় তেমন ক্ষতি হয়নি। যতটুকু ক্ষতি হয়েছে ঝড়ের কারণে।

ঝড়ের তীব্র গতিতে কিছু কিছু গাছের ডালপালা ভেঙে যায় বলে জানা গেছে। ঝড়ে আম, ধান, পেঁপে, কলা সহ বিভিন্ন ফসলের অনেক ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিক জানান কৃষকরা।

অত্র প্রতিবেদন প্রস্তুতকালে কোন বড় ধরনের খয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, রাজশাহীতে এটিই প্রথম শিলাবৃষ্টি ও কালবৈশাখীর আঘাত বলে জানা গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর স্টাফ রিপোর্টার মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.