রাজশাহীতে করোনা আক্রান্ত ৩ রোগীই ভালো

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন রোগী ভাল আছেন। নিজ নিজ বাড়িতে তারা আইসোলেশনে রয়েছেন। সেখানেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন করোনা নির্ণয় ও চিকিৎসা কমিটির প্রধান ডা. আজিজুল হক আজাদ।

ডা.আজিজুল হক আজাদ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আজ বুধবার সকালে বলেন, সংক্রমিত তিন জনই ভাল আছেন। হাসপাতালে নেয়ার মত অবস্থা হয়নি। তাদের বাড়িতে রেখেই চিকিৎসাপত্রসহ ঔষধ পৌঁছে দেয়া হয়েছে। তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ হচ্ছে। আশা করছি বাড়িতে থেকেই তারা সুস্থ্য হয়ে উঠেবেন।

ডা. আজাদ বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন রোগী ভর্তি রয়েছে। তাদের সংক্রমক ব্যাধি হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল আরেক জনের নমুনাসংগ্রহ করে পরীক্ষা করা হবে।

রাজশাহীতে এখন পর্যন্ত তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন পুঠিয়ার ও একজন বাগমারার। তাদের তিনজনের মধ্যে দুইজন নারায়নগঞ্জ থেকে একজন ঢাকা থেকে এসেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান ই-সালাম বাবুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.