নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলারী আসামি বোয়ালিয়া থানার ওসির থাতে থেকেই কৃষক দলের নেতার ওপর হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। শনিবার দুপুরের এই ঘটনার পর আসামিকে দ্রুত আদালতে প্রেরণ করা হয়। তবে এই ঘটনার পর থেকে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একটি পক্ষের দাবি ওই আসামি বিএনপি নেতা। অপর পক্ষের দাবি তিনি আওয়ামী লীগের দোসর।
সূতমতে, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার এজাহারনামীয় আসামি রাজশাহী ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদকে পুলিশে ধরিয়ে দেয় বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা।
এদিন দুপুরে তাকে বোয়ালিয়া থানা থেকে আদালতে নিয়ে যাবার সময় বিএনপির অপর একটি পক্ষ তাকে ছাড়াতে থানায় অবস্থান নেয়। বিএনপির ওই পক্ষ আসামির পক্ষের হয়ে কথা বললে থানা প্রাঙ্গনেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ আসামিকে আদালতে নিয়ে যাবার জন্য বের করলে ওসির হাতে থাকা অবস্থাতেই কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলআমিন সরকার টিটুর ওপর হামলা করেন আসামি আবুল কালাম। এসময় আসামি আবুল কালামকে মারতে বিএনপির একটি পক্ষ তেড়ে যায়। তবে দলটির অপর পক্ষ ও পুলিশ তাদেরকে বাধা দেয় এবং দ্রুত গাড়িতে করে আসামিকে আদালতে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে থানা প্রাঙ্গনে ধাক্কাধাক্কি ও গালাগালির ঘটনা ঘটে।
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, আবুল কালাম জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার এজাহারনামীয় আসামি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
এদিকে এবিষয়ে বিএনপির কেউ গণমাধ্যমে কোন কথা বলতে রাজি হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিমো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.