রাজশাহীতে ওয়ান শুটার গান ও ফেন্সিডিলসহ অস্ত্র ব্যবসায়ী আটক-১

নিজস্ব প্রতিবেদক: সিপিএসসি, র‌্যাব-৫ রাজশাহী ওয়ান শুটরগান ও ফেন্সিডিলসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে র‌্যাব-৫ শনিবার (২৫মে) রাত সাড়ে ৪টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর গ্রামে অভিযান চালিয়ে বিদিরপুর গ্রামের মোঃ আব্দুর রশিদরে ছেলে মোঃ রাশিকুল ইসলাম (৩৫) কে ২টি শুটারগান ও ১শত ৪২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।
আটককৃত ব্যাক্তি ওই এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন রাজমিস্ত্র। নিজ পেশার আাড়ালে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদ ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল জানা গেছে।
আটককৃতর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব-৫ রাজশাহী তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.