BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ওএমএস’এর চাউল মুদির দোকানে ঢুকানোর সময় জণতার হাতে আটক; ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড

রাজশাহীতে ওএমএস’এর চাউল মুদির দোকানে ঢুকানোর সময় জণতার হাতে আটক; ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ওএমএস-এর ৫০কেজি ওজনের চার বস্তা চাউল গোপনে দোকানে প্রবেশ করা সময় কাজল (৬০), নামে এক দোকানীকে হতেনাতে আটক করেছে স্থানীয় জনতা ও গণমাধ্যম কর্মীরা।

রবিবার দুপুর আড়াইটায় নগরীর বোয়ালিয়া মডেল থানার রেশমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় জনতা নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আদাজকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে বোয়ালিয়া থানার ওসি ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে তিনি ডিসি ফুডকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে ডিসি ফুড মোঃ মোহন আহম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হন। তবে তিনি অস্বীকার করেন এই চাউল তাদের নয়।

জানতে চাইলে ডিসি ফুড মোঃ মোহন আহম্মেদ জানান, যেহেতু চাউলের ব্যাগ পরিবর্তন করেছে। তাই চাউলের নমুনা নিয়ে যাচ্ছি। পরিক্ষা করে দোকানী এবং সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে অসাধু ব্যবসায়ী কাজল গণমাধ্যম কর্মীদের ভিডিও ক্যামেরার সামনে স্বীকার করেন এই চাউল ওএমএস’এর এবং তিনি উপস্থিত সাংবাদিকদের অর্থের বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করেন। এতে ব্যার্থ হলে তিনি ৩ লাখ টাকা ছিনতাইয়ের মামলা দেয়ার হুমকি প্রদাণ করেন।

জানতে চাইলে দোকানী কাজল বলেন, ওএমএসএর চাউল সবাই কেনে, আমিও কিনি, তবে প্রতিদিন পাওয়া যায় না। সমস্য নাই, আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি, নিউজ টিউজ করেন না। এতে ব্যর্থ হলে স্থানীয় অসাধু লোকজনের সহযোগীতায় অসাধু দোকানী কাজল দোকান থেকে বেরিয়ে পালিয়ে যান।

অভিযোগ রয়েছে এই অসাধু ব্যবসায়ী কাজলের বিরুদ্ধে, এর আগে তিনি টিসিবির মালামাল কালোবাজারী করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক হন তিনি। পরে তার নিকট দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। পরে তার ডিলারশিপ ও বাতিল করা হয়।

চাউল সরবরাহকারী সুমন (৩৫) বলেন, ডিলাররা যদি চাউল আমাদের কাছে বিক্রি না করে, তাহলে আমরা কিনবো না। আমি বিভিন্ন ওএমএস থেকে চাউল সংগ্রহ করে বস্তা পরিবর্তন করে কাজলের মুদির দোকানে বিক্রয় করি। কথা বলার এক পর্যায়ে সুমনের কাছে উপস্থিত হন মুন্না নামের এক মৌলভী।

তিনি নিজেকে রাজশাহী মহানগর ওলামা দলের আহ্বায়ক পরিচয় দিয়ে সেই অসাধু সরবরাহকারী সুমনকে সাংবাদিক কাছে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগীতা করেন। এরপর সাংবাদিকদের ওপর চড়াও হন তিনি। ওই সময় বোয়ালিয়া থানা পুলিশের হস্তক্ষেপে মুন্না নামের সেই মৌলভি সুর পাল্টিয়ে অর্থের মাধ্যমে ম্যানেজ করা চেষ্টা করেন।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এসিল্যান্ড স্যার এবং ডিসি ফুড স্যারকে মুঠো ফোনে জানানো হয়েছে। ডিসি ফুড ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাউলের শ্যাম্পুল নিয়ে গেছেন। পরীক্ষা নিরিক্ষা শেষে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত জনতার ভিড় জমে যায়। তারা বলেন, গরিবের হক ওএমএস’এর চাউল। আমরা দীর্ঘ সময় রাস্তায় লাইনে দাঁড়িয়ে এই চাউল ক্রয় করি। অনেক সময় ওএমএস নামের সেনার হরিণ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়। আর এখন দেখছি এইসব ডিলাররা চড়া দামে মুদির দোকানে চাউল বিক্রি করছেন। তারা আরও বলেন, শুধু ক্রেতা নয়, বিক্রেতাদের (ডিলার) আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে রাতের আঁধারে আমবাগানে দুর্বৃত্তদের তাণ্ডব, কেটে ফেলা হলো ১১৭টি আমগাছ ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া ও প্রবেশকারী সব তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের সীমান্তে সংঘর্ষ চলছেই: থাইল্যান্ডের ১৯ জন নিহত, কম্বোডিয়ার নিহত-১৭ গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার গাজা পরিকল্পনায় পাকিস্তানি সেনা পাঠানোয় আলোচনার কেন্দ্রে আসিম মুনির উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিতে ভারত চুপ থাকবে না : আসামের মুখ্যমন্ত্রী যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের অস্টেলিয়ার ঘটনাকে ‘চরম ইসলামপন্থী সন্ত্রাসী হামলা’ আখ্যা তুলসী গ্যাবার্ডের ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা