রাজশাহীতে ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবসে বিশাল স্মরণ সমাবেশ


প্রেস বিজ্ঞপ্তি:  ২৫শে নভেম্বর ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস উপলক্ষে রাজশাহীতে বিশাল স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকাল ৩টার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে (প্রেসক্লাব চত্ত্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব ওমর ফারুক চৌধুরী।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, শহীদ আলতাফ পরিবারের সদস্য মাসুদুর রহমান রিংকু, প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি ও মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু এবং মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রাশেদ রিপন।

সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ।

এরআগে সকালে নগরীর পদ¥াচর শ্রীরামপুর বাবলাবন এলাকায় নির্মাণাধীন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেন করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব ওমর ফারুক চৌধুরী।

এসময় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক-আসলাম-উদ-দৌলা, সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.