নিজস্ব প্রতিবদেক: রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের মাঝে কোনো বিরোধ কিংবা বিভেদ নেই। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং বিজয় উপহার দিতে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মতবিনিময়কালে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দল থেকে রাজশাহীর ৬টি আসনে সম্ভাব্য ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যোগ্য নেতৃবৃন্দকে হাইকমান্ড থেকে মনোনয়ন দিয়েছেন। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, সর্বোচ্চ ভোট দিয়ে কেন্দ্রকে উপহার দিতে চাই। যে প্রত্যাশা নিয়ে দলের চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে বিশ্বাসের সাথে আমাদের গুরু দায়িত্ব দিয়েছেন, সবাই একত্রিত হয়ে ঢেলে সাজিয়ে পূর্বের ন্যায় কাজ করবো। রাজশাহীর ৬টি আসনের মাটি ধাণের শীষের ঘাটি। এরমধে গুরুত্বপূর্ণ মহানগরী, সেজন্য আমরা কোনক্রমে দলের নাম ভাঙিয়ে অতি বিভ্রান্তি কর্মকাণ্ড না হয়, বিএনপির নামে বাধাগ্রস্ত না করে, সুনাম যাতে ক্ষুণ্ণ না করে, এসব বিষয়ে কাজ করবো।
রিটন আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফার রূপরেখা বাস্তবায়ন হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। রাজশাহীকে গতিশীল করতে এখানে শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি কর্মসংস্থান বৃদ্ধিসহ যা যা করা দরকার, এসব বিষয়ে আপনারা সহযোগিতা করবেন।
রাজশাহীর প্রসঙ্গে রিটন বলেন, দল দায়িত্ব দিয়েছে আমাদের। দললকে যারা মানবে, তাদের কাউকে কমিটির বাইরে রাখতে চাই না। ৭ নভেম্বর আমাদের কর্মসূচি আছে, সেখানে সদর আসনের এমপি প্রার্থী সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু থাকবেন। রাজশাহীর ৬ জন প্রার্থীকেই আমরা দাওয়াত করেছি। আমরা চাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে। ধানের শীষকে জয়যুক্ত করে এবং দলকে সুসংগঠিত করে এগিয়ে নিয়ে যেতে চাই।
শুভেচ্ছা বক্তব্যে মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা বলেন, বিএনপিকে আমরা যাতে ভাল দলে রূপান্তর করতে পারি, শান্তিপূর্ণ রাজশাহী হয়, আপনারা সহযোগিতা করবেন। সবাই মিলে কাজ করতে পারি, সাংবাদিকদের সাথে আগে সম্পর্ক ভাল ছিল, এখনো আছে। আশা করি, মিডিয়া জনকল্যাণে কাজ করে। দেশের সবকিছু তুলে ধরে। আপানারা এসব ব্যাপারে কাজ করবেন।
সভায় নতুন কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক দেশে ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠা হয়, ন্যায় প্রতিষ্ঠা হয়, এটাই আমরা চাই। তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। নেতাকর্মীদের দেশের জন্য কাজ করতে হবে। অনৈতিক কাজ বর্জন করতে বলেছেন তিনি। যারা অনৈতিক কাজ করে, তারা দলের কেউ না। আর যাতে বিশৃঙ্খলা না হয়, কেউ যাতে ষড়যন্ত্র না করতে পারে। সাংবাদিকদের নিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
এক প্রশ্নের জবাবে মামুন বলেন, দলের নির্দেশ যারা ধানের শীষের মনোনয়ন পাবেন, তার পক্ষে সমস্ত নেতাকর্মীরা থাকবেন, প্রচার প্রচারণা করবেন। মিনু ভাইয়ের সাথে কথা হয়েছে, ৫ সদস্যবিশিষ্ট টিম আমরা উনার কাছে পাঠিয়েছি। আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। সকলকে একসঙ্গে নিয়ে কাজ করছি এবং করবো।
মতবিনিময় সভায় নতুন কমিটির সকল সদস্য এবং ৭ থানার সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে ভালবাসায় সিক্ত করেন মহানগর বিএনপির নেতারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান / রাজশাহী। #

















