রাজশাহীতে এস.এ পরিবহন থেকে বিপুল পরিমাণে ভারতীয় পটকা উদ্ধার’ আটক-২

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে এস.এ পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় তৈরী পটকা (KING COBRA ELECTRIC CRACKERS) সহ ২ ভাইকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর মোহনপুর থানা দর্শনপাড়ার মোঃ আমরুল হকের ছেলে মোঃ মিলন রানা (২৮) ও মোঃ রায়হান আলী (২৩)।
আরএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের স্বাক্ষরিত আরএমপি’র এক প্রজ্ঞাপনে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২১ উদযাপন উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত রাজশাহী মহানগর এলাকায় ঈদ-উল-আযহার পূর্বের দিন হতে পরের দিন পর্যন্ত আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ইত্যাদি বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত নিদের্শনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।
এরই ধারাবাহিকতায় বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব নিবারন চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) জনাব আব্দুল লতিফ শাহ ও এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমান, এসআই উত্তম কুমার সহ সঙ্গীয় অফিসার ফোর্স গত ১৭ জুলাই ২০২১ বিকেল ৫.২০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এস. এ পরিবহনে গিয়ে ভৈরব থেকে আসা ১১ টি বস্তায় কি আছে জানতে চাইলে এস.এ পরিবহনের পার্শ্বেল সহকারি মোঃ সাহাদাত (৩৫) জানায়, বস্তা গুলো না খুলে কিছুই বলা যাচ্ছে না।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (১৭ জুলাই) ২০২১ বিকেল হতে আজ রবিবার (১৮ জুলাই) ২০২১ সকাল ০৯.০০ টা পর্যন্ত গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি বিশ্লেষনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে মোহনপুর থানার কেশরহাট পৌরসভার দর্শনপাড়া এলাকা হতে আসামী মোঃ মিলন ও মোঃ রায়হানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কুমারপাড়া এস.এ পরিবহন অফিসে নিয়ে এসে তাদের উপস্থিতিতে ১১ টি প্লাষ্টিকের বস্তায় ২,৩৫,৬০০ টাকা মূল্যের ৩,৫৭,০০০ (তিন লক্ষ সাতান্ত হাজার) হাজার পিস ভারতীয় পটকা (KING COBRA ELECTRIC CRACKERS)  উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত মালামালের কোন প্রকার বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি এবং গ্রেফতারকৃত আসামীরা সহ পলাতক আসামী মোঃ রায়হান ও অন্যান্য অজ্ঞাতনামা সহযোগীরা একটি সংঘবদ্ধ চোরাকারবারী গ্রুপের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.