রাজশাহীতে উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় কম খরচে অধিক লাভের আশায় উচ্চ ফলনশীল জাতের ভুট্টার চাষ করে প্রতি বছরই লাভের মুখ দেখছেন এ অঞ্চলের কৃষকরা। আর এতে করে প্রতিবছর বাড়ছে ভুট্টার আবাদ।
বিগত বছর গুলোর তুলনায় চলতি বছর ভুট্টা চাষ ব্যাপক বেড়েছে এ অঞ্চলে। অনুক‚ল আবহাওয়া বিরাজ করলে এবার বাম্পার ফলন আশা করছেন চাষিরা।
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, পৌরসভাসহ ৬ টি ইউপি এলাকায় চলতি বছরে ভ‚ট্টা চাষ হয়েছে ৪ হাজার ৭ শত ৫০ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় এবার ৯ শত ৯৫ হেক্টর পরিমাণে বেশি জমিতে ভুট্টা চাষ করা হয়েছে।
উপজেলার মধুখালী এলাকার ভুট্টা চাষী আয়নাল উদ্দিন বিটিসি নিউজকে বলেন, এবার বৈরী আবহাওয়া হওয়ার কারণে পাট চাষ না করে জমিতে ভুট্টার চাষ শুরু করেছি। ঠিকমতো জমিতে পানি সরবরাহ করায় আশা করা যায় খুব ভালোই ভুট্টা হত কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে বেশিরভাগই ভুট্টা গাছগুলো মাটিতে পড়ে যাওয়ায় ফলন একটু কম হবে মনে করছি। তারপরেও বাজার ভালো থাকায় লোকসান হবে না বলে ধারণা করছি।
বানেশ্বর এলাকার চাষি আজাহার ইসলাম বিটিসি নিউজকে বলেন, আমরা বিগত দিনে এই সময় জমিতে তিল, মুগ জাতীয় ফসল বুনতো। যা বর্তমানে উৎপাদন খরচের অর্ধেক টাকাও আসে না। এবারের বৈরী আবহাওয়ার কারণে আমরা জমিতে ভ‚ট্টা রোপন করি এবং ভালো ফলন পেয়েছি বাজারে দামও ভালো সেই কারণে তিল মুগ জাতীয় ফসল থেকে বের হয়ে এসে আমরা এখন ভ‚ট্টা চাষে বেশি অগ্রসর হয়েছি।
পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বিটিসি নিউজকে বলেন, এই এলাকায় রেকর্ড পরিমাণে ভুট্টা চাষ হয়েছে। তুলনামূলক রোগ-বালাই ও পোকার আক্রমন কম হওয়ার কারণে সাধারণ কৃষকরা ভুট্টা চাষের দিকে বেশি অগ্রসর হয়েছে। অল্প খরচে ভুট্টা চাষ করে অধিক লাভ পাওয়া যায়। এজন্য কৃষকরা ভুট্টাকে বেছে নিয়েছে। কৃষকের সর্বত্র সেবা দেওয়ার জন্য আমাদের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.