রাজশাহীতে ইনফ্যান্ট্র্রি রেজিমেন্টের ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত পদাতিক বাহিনীর দ্বিতীয় রেজিমেন্ট বাংলাদেশ ইনফ্যান্ট্র্রি রেজিমেন্টের ২০২১ ব্যাচ রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্র্রি রেজিমেন্টাল সেন্টারে আয়োজিত প্যারেডে অংশ নেন ১ হাজার ৬৬৬ জন রিক্রুট সদস্য।
এ সময় আর্মি ট্রেনিং এন্ড কডট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সেনা সদস্যদের সালম ও অভিবাদন গ্রহন করেন। পরে তিনি প্রশিক্ষণ চলাকালে বিভিন্ন বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা নবীন সেনাসদস্যদের হাতে পুরষ্কার তুলে দেন।
এসময় দেশকে শত্রুর হাত থেকে নিরাপদ রাখতে শারিরিক, মানসিক ও সমর বিদ্যায় পরাদর্শী করে তুলতে প্রতিটি নবীন সেনা সদস্যদের নির্দেশনা দেন এসএম মতিউর রহমান। পরে প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.