আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৭শ ৩০ টাকাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ৬০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো: তন্ময় ইসলাম (২৭) ও মো: রাফি (৩১); মো: নয়ন (৩৬)। তন্ময় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (পূর্বপাড়া) গ্রামের মৃত তৈমুর ইসলামের ছেলে। রাফি একই থানা ও গ্রামের মো: সেন্টু হোসেনের ছেলে। নয়ন বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর সাধুরমোড় গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
গতকাল বুধবার (৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যা সাড়ে ৬ টায় আরএমপি চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: জিয়াউর রহমান ও তার টিম চন্দ্রিমা থানার রাজ্জাকের মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার ছোটবনগ্রাম লুলুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা বিক্রি করাকালে তন্ময় ও রাফিকে আটক করেন। আটককালে তাদের দেহ তল্লাশি করে তন্ময়ের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির নগদ ২ হাজার ৭শ ৩০ টাকা এবং রাফির কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত পৌনে ১১টায় বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: মাসুদ কবির ও তার টিম বোয়ালিয়া থানার আলুপট্টি মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার সাধুরমোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী নয়নকে আটক করা হয়। আটককালে তার দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #















