BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পবা, শাহমখদুম, মতিহার ও কাটাখালি থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং হেরোইনসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আরএমপি সূত্র জানায়, অভিযানে ৪৯০ গ্রাম গাঁজা, ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: মোজাম্মেল মোজাম (৫০), মো: নাজমুল হক (৩৫) এবং মো: রাজ্জাক আলী (৪০), মো: লিটন আলী (২৪); মো: সাহারুপ আলী রবিন (২২), মো: সাগর আলী (৩২) এবং তাপস বিশ্বাস (২০); মো: অমিত হাসান অমি (২৮); মো: রফিকুল ইসলাম (৬০)।

মোজাম এয়ারপোর্ট থানার শিয়ালবেড় গ্রামের মৃত মোসলেমের ছেলে। নাজমুল পবা থানার গোয়ালদহ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। রাজ্জাক পবা থানার কামার পারিলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। লিটন পবা থানার চক পারিলা গ্রামের মো: সাদ আলীর ছেলে। রবিন শাহমখদুম থানার নওদাপাড়া কালুর মোড় গ্রামের মো: সুরাপ আলীর ছেলে। সাগর পবা থানার বাগসারা গ্রামের মো: নইমুদ্দিনের ছেলে। তাপস চন্দ্রিমা থানার উজিরপুকুর গ্রামের বাল্টু বিশ্বাসের ছেলে। অমিত মতিহার থানার ধরমপুর মৃধাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। রফিকুল চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সকলেই রাজশাহী মহনগরীর বাসিন্দা।

গতকাল রবিবার (০৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত পৌনে ১০ টায় পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: রাজিবুল করিম ও তার টিম পবা থানার দাদপুর স্কুল মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার চক গোয়ালদহ গ্রামে এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ বসত বাড়িতে অবস্থানকারী মোজামকে আটক করা হয়। আটককালে মোজামের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোজামের বিরুদ্ধে আরএমপির পবা থানায় পূর্বে একটি মাদক মামলা চলমান রয়েছে।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় এসআই মো: মমিদুল ইসলাম ও তার টিম পবা থানার সাহপাড়া মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার শিয়ালবেড় মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী নাজমুল হককে আটক করা হয়। আটককালে নাজমুলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি নাজমুল বিরুদ্ধে আরএমপির পবা থানায় পূর্বে তিনটি মাদক মামলা চলমান রয়েছে।

এছাড়াও, একই দিন রাত পৌনে ১১ টায় এসআই এ.টি.এম আশেকুল ইসলাম ও তার টিম পবা থানার কামার পারিলা এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার নগর পারিলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী রাজ্জাক ও লিটনকে আটক করা হয়। আটককালে তাদের দেহ তল্লাশি করে রাজ্জাকের কাছ থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ও লিটনের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেল পৌনে ৫ টায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল্লাহেল বাকী ও তার টিম শাহমখদুম থানার নওদাপাড়া বাজারে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার উত্তর নওদাপাড়া গ্রামে একটি নির্মাণাধীন বিল্ডিং এ অভিযান পরিচালনা করেন। এসময় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী রবিন, সাগর ও তাপসকে আটক করা হয়। আটককালে তাদের দেহ তল্লাশি করে রবিনের কাছ থেকে ২০ পিস, সাগরের কাছ থেকে ১০ পিস এবং তাপসের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এদিকে, একই দিনে দুপুর সোয়া ৩টায় মতিহার থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে এসআই অসিত কুমার ও তার টিম মতিহার থানার তালাইমারী মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার বাজে কাজলা (কড়াইতলা মোড়) মন্ডল সুপার মার্কেটের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী অমিতকে আটক করা হয়। আটককালে অমিতের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২ পুরিয়ায় মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া, একই দিনে রাত সোয়া ৮টায় কাটাখালি থানার অফিসার ইনচার্জ মো: সুমন কাদেরীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: আতিকুর রহমান ও তার টিম কাটাখালি থানার দেওয়ানপাড়া মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার শ্যামপুর আজিজুলের মোড়ে অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াবা ট্যাবলেট ও হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী রফিকুলকে আটক করা হয়। আটককালে রফিকুলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ পুরিয়ায় মোট ০.৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনো দেশ গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করার সাহস করবে না : স্টিফেন মিলার মোরেলগঞ্জে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর দোয়া অনুষ্ঠান পন্ড করেছে দুর্বৃত্তরা রামেকে প্রথমবার পেট না কেটে শিশুর পিত্তনালির জন্মগত সিস্টের সফল অপারেশন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে: দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা আগামী দিনে করা হবে রোল মডেল মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জলঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল গ্রিনল্যান্ডে আক্রমণ করলে ন্যাটোর সমাপ্তি হবে : ডেনমার্কের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের শপথ মার্কিন জ্বালানির প্রাণকেন্দ্র হবে ভেনেজুয়েলা : মাচাদো ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য : মাচাদো