রাজশাহীতে আন্তর্জাতিক দৃষ্টি দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে “সবার আগে দৃষ্টি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দৃষ্টি দিবস উদযাপন করেছে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি রাজশাহী শাখা।
আজ বৃহস্পতিবার নগরীর লিলির মোড় এলাকায় সংগঠনের স্থায়ী কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদর্শন করে কাশিয়াডাঙ্গায় গিয়ে শেষ হয়।
দিনটি উপলক্ষে বিএনএসবি রাজশাহী শাখা পরিচালিত চক্ষু পরিচর্যা কেন্দ্রে বিনামূল্যে শতাধিক চক্ষুরোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশ্ব দৃষ্টি দিবস ২০১৯ এর র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির আহবায়ক ডা. ইয়াসমিন খালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির গুরুত্ব উল্লেখ করে বক্তব্য প্রদান করেন, আব্দুল জাব্বার, আবু হেনা মোস্তফা কামাল, নাজমুল আবেদীন টুটুল, গিয়াস উদ্দিন মন্ডল, ডা. ফারুক প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন সমিতির সদস্য সচিব মো: মুর্তজা রেজা কোরাইশী মানিক।
সংবাদ প্রেরক মো. সাইদুর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.