রাজশাহীতে আন্তর্জাতিক অনুর্ধ-১৯ ক্রিকেট: পাকিস্তানের জয় শাহাজায়িবের শতক

নিজস্ব প্রতিবেদক: শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত আন্তর্জাতিক অনুর্ধ-১৯ ক্রিকেট প্রতিযোগিতায় শনিবার (১৩ মে) ২ম দিনের ৪র্থ ওয়ান্ডে ম্যাচে সফররত পাকিস্তান ৮ উইকেটে স্বাগতিক বাংলাদেশকে।
টসে হেরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ আরিফুল ইসলাম ৯৫ বলে ৫০ রান, আহরার আমিন ৩৩ বলে ২৭, মাহফুজুর রাব্বি ৫৫ বলে ৩৪ ও পারভেজ জবিন ৩২ বলে ৩০ রান করেন। পাকিস্তানের পক্ষে আজমল খান ৩৪ রান খরটায় ৩টি, আরাফাত আহমেদ ২৬ রান খরচায় ২টি ও আলি আফান্দ ৩৯ রান খরচায় ৩টি উইকেট নেন।
সফররত পাকিস্তান ২০০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শাহাজায়িব খানের শতকের সুবাদে ৩৬,৫ ওভারে ২ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে(২০২ রান)। দলের পক্ষে সর্বোচ্চ আজান খান ৯১ বলে ৫২, শাহাজায়িব খান অপরাজিত ১০৫ বলে ১০৫ ও মির্জা সাদ অপরাজিত ১৫ বলে ২৯ রান করেন।
বাংলাদেশের পক্ষে রাফিউজ্জামান ৫১ ও মাহফুজুর রাব্বি ১৩ রান খরচায় ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন পাকিস্তানের শাহাজায়িব খান। রোববার বিরতী। আগামী সোমবার ৩য় দিনে ৫ম ওয়ান্ডে ম্যাচ অনুষ্টিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.