রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক: ঈদে বাড়ি ফেরার টিকিট বিক্রির পর রাজশাহীতে আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি।  আজ দেয়া হবে ৭ জুনের টিকিট। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে টিকেটের জন্য গতকাল সন্ধ্যা থেকেই রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থান নেয় বহু যাত্রী।

তারা স্টেশনের টিকিট কাউন্টারের সামনেই শুয়ে বসে রাত পার করেছেন। অনেকে আবার সেহরির পর থেকে স্টেশনে ভিড় করছেন। ঈদ ফিরতি যাত্রায় ভোগান্তি এড়াতে ও কাজের জন্য অফিসে ফিরতে প্রথম দিনের টিকেট নিতে এসেছে যাত্রীরা।

রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল করিম বিটিসি নিউজকে জানিয়েছেন, টিকেট বিক্রি শুরু হয়েছে সকাল নয়টা থেকে। ৬ জুন ঈদের দিন ধরে রাজশাহী থেকে ঢাকা, খুলনা, পার্বতিপুরসহ বিভিন্নরুটের ৭ জুনের টিকেট দেয়া হবে আজ। এভাবে ২ জুন পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি চলবে।

বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসসহ ঢাকার উদ্দ্যেশে চারটি ট্রনের টিকেট পাবেন যাত্রীরা। যাত্রীদের নির্বিঘ্নে টিকেট দিতে ও কালোবাজারি ঠেকাতে আইনশৃংক্ষলা রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মোট টিকিটের অর্ধেক ‘রেলসেবা’ নামে অ্যাপস থেকে আর বাকি টিকিট বিক্রি হবে কাউন্টার থেকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি  লিয়াকত হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.