নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে জাতীয় দৈনিক আজকের দর্পণ’র ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরীর অলকার মোড় এসোসিয়েশন ভবনে পত্রিকাটির রাজশাহী ব্যুরো অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেন দৈনিক আজকের দর্পণ’র রাজশাহী ব্যুরো প্রধান এস এম শফিকুল আলম ইমন।
অনুষ্ঠানে চ্যানেল আই স্টাফ রিপোর্টার আবু সালে মো: ফাত্তাহ, ইত্তেফাক’র সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আনিসুজ্জামান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংবাদিক মামুন রেজা, শাহিনুর রহমান সোনা, ইফতেখায়ের আলম বিশাল, শাহীন সাগর, লিয়াকত হোসেন, এম আরিফ, মোস্তাফিজুর রহমান লিটন, আল আমিন হোসেন, রাজীব আলী রাতুল, সুলতানুল আরেফিন খান নিহাল, পাভেল ইসলাম মিমুল, জিবিসি বাবু, রনি প্রমুখ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সুধীজনরা পত্রিকাটির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন ৷ পত্রিকাটি সত্যনিষ্ঠতায় দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.