রাজশাহীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া পশ্চিম পাড়া এলাকার অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম এর বিরুদ্ধে এক নারীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভুক্তভোগী একই এলাকার সাইদুল ইসলামের স্ত্রী ঝর্না বেগম শনিবার বেলা তিনটার সময় রাজশাহী মহানগরীর মাস্টার কিচেন নামক রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে ঝর্নার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করছেন ভুক্তভোগীর ননদ আকতারী খাতুন।
লিখিত বক্ত্যব্যে জানা যায়, গত তিন মাস থেকে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম ঝর্নাকে নানা রকম ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এর মধ্যে গতকাল ৭ জুন শুক্রবার দুপুরে পাশের বাড়ি শ্যমলীর বাসায় পানি নেয়ার জন্য তিনি গেলে অভিযুক্ত জাহিদুল ইসলাম তার হাত ধরে টানা টানি শুরু করে। এ সময় তার চিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে আসলে জাহিদুল ইসলাম চলেযায়।
এ বিষয়ে ঝর্না বেগম নগরীর রাজপারা থানায় অভিযোগ পত্র দাখিল করেছেন। এ সময় সংবাদ সম্মেলন থেকে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলামের বিচার দাবি করেন ভুক্তভোগী ঝর্না বেগম।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বামী সাইদুল ইসলামসহ তার প্রতিবেশিরা উপস্থিত ছিলেন।
এমন অভিযোগ বিষয়ে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঝর্না বেগমের সাথে তার বাড়ি করার সময় থেকে একটু শত্রুতা ছিলো। সে প্রতিনিয়ত তাদের আজে বাজে ভাষায় গালিগালাজ করতো।
গতকাল শুক্রবার ও এমন গালিগালাজ ও হাতাহাতির সময় আমি তাকে প্রতিহত করতে তার হাত ধরেছিলাম তার কোন শ্লীলতাহানী করিনি বলে জানান তিনি।
অন্যদিকে ঝর্না বেগমের অভিযোগ বিষয়ে রাজপারা থানার এ.এস আই আশরাফুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনা যাচাই বাছাই করে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম ঝর্না বেগমের হাত ধরে টানাটানি করেছে এমন ঘটনার সত্যতা পেয়েছি।
থানার অফিসার ইনচার্জকে জানিয়ে পরবর্তি আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.