রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর কর্ণহারে ১০ম শ্রেণীর ছাত্রীকে (১৪) অপহরণ মামলার মূলহোতা মুরসালিনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৩ জুন) দুপুর পৌনে ১টায় নগরীর বেলপুকুর থানাধীন বাইপাস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ মুরসালিন (১৬), সে নগরীর কর্ণহার থানার বাতাসমোল্লা গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সকাল ১০টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, অপহৃত নাবালিকা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ১০ম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে যাতায়াতের সময় মুরসালিন প্রায়ই কু-প্রস্তাব-সহ বিভিন্ন ভাবে উত্যক্ত করত।
গত (১৬ জুন) সকাল ১০টায় ছাত্রী প্রতিদিনের ন্যায় স্কুলের উদ্দেশ্যে বের হলে মুরসালিন ও তার অন্যান্য সহযোগীদের সহযোগিতায় সকাল সাড়ে ১০টায় কর্ণহার থানাধীন ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে আটক রাখে।
এরপর (২২ জুন) কর্ণহার থানায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে কর্ণহার থানায় অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পর র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অপহরনকারীদের গ্রেফতার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার দুপুর পৌনে ১টায় বেলপুকুর বাইপাস মোড় থেকে মুরসালিনকে গ্রেফতার করা সহ ছাত্রীকে উদ্ধার করে।
এ ব্যপারে গ্রেফতার মুরসালিনের বিরুদ্ধে নগরীর কর্ণহার থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে কর্ণহার থানা পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.