নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৫ বালক বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠান শনিবার (১৮ মে) রাজশাহী জেলা সুইমিং পুলে শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন গ্রহনকারী সাঁতারুদের মাঝে সনদপত্র ও টি শার্ট বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, রাজশাহী।
অনুষ্ঠানে রাজশাহী জেলা সাঁতার সমিতির সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী (অনু), জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন । জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের ৩১ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উক্ত সমাপনী অনুষ্ঠানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ, রাজশাহী জেলা সাঁতার সমিতির কর্মকর্তাগণ, প্রশিক্ষকগণ ও অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.