রাজশাহীকে সুন্দর বাসযোগ্য অন্যতম নগরীতে পরিণত করা হবে : খায়রুজ্জামান লিটন

 

রাসিক প্রতিবেদকরাজশাহী মহানগরীকে দক্ষিণ এশিয়ার মধ্যে সুন্দর বাসযোগ্য অন্যতম নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দুপুরে নগর ভবন সভাকক্ষে আয়োজিত রাজশাহী সিটি কর্পোরেশনের পরিষদের ২য় সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, আগামী পাঁচটি বছরে রাজশাহীর উন্নয়নে সিটি কর্পোরেশন পরিষদের সকলকে নিয়ে এ কাজ করতে চাই। শহরটিকে পরিবারের ন্যায় ভালবাসি। দায়িত্বে না থাকাকালেও সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদনে সহযোগিতা অব্যাহত রেখেছিলাম।

গতবার দায়িত্ব নেয়ার পর দাপ্তরিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। নগরীকে পরিচ্ছন্ন নগরীতে রেখে গিয়েছিলাম। যার সুফল মহানগরবাসী ভোগ করছেন। পরিচ্ছন্ন পরিবেশের কারণে বায়ুদুষণ রোধে এ মহানগরী বিশে^র সেরা নগরীর খ্যাতি অর্জন করেছে। আমরা সেই অর্জন ধরে রাখতে চাই। সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

মেয়র বলেন, রাসিকের আয় বৃদ্ধিকল্পে নগরভবনের অফিস কক্ষ ব্যতিত অবশিষ্ট ফ্লোর ভাড়া, রুফটপ ফ্লোরে রেস্টুরেন্ট প্রদান, মার্কেটসমূহের দোকান বরাদ্দসহ আয়ের নতুন নতুন খাত সৃষ্টি করে সিটি কর্পোরেশনের আর্থিক অবস্থা সচল রাখতে হবে। এ বিষয়ে সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। অনুরাগ ও বিরাগবশত নয় মহানগরীর উন্নয়ন কার্যক্রমে সকল ওয়ার্ডে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে। প্রতিটি উন্নয়ন প্রকল্প প্রণয়নে কাউন্সিলরের মতামত নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি।
তিনি বলেন, পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ এ নগরীর সকল অর্জন ফিরিয়ে নিতে মহানগরবাসী তথা পরিষদের সকলকে একযোগে কাজ করতে হবে।

নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে ফুটপাত দখলমুক্ত, রাস্তায় নির্মাণ সামগ্রী, অবৈধ বিলবোর্ড, ব্যানার অপসারণ করতে হবে। সভায় পরিষদের সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র (১), ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী প্যানেল মেয়র (২) ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ তাহেরা বেগম মিলিকে প্যানেল মেয়র-৩ এর দায়িত্ব প্রদান করা হয়। সভায় গত সভার সিদ্ধান্ত অনুমোদন, কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ, সরকারী হোল্ডিং কর নির্ধারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, সচিব মোঃ রেজাউল করিম। সভায় রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#( প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.