রাজশাহীকে ঘিওে বিসিবি সভাপতির নানা জল্পনাকল্পনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট স্টাটাসের ২৫ বছর পুর্তিতে দেশব্যাপী অনুর্ধ্ব-১২ সিক্স এ সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে রাজশাহীতে আসেন বিসিবি সভাপতি মোঃ আমিনুল ইসলাম বুলবুল।
রোববার (২২ জুন)সকালে বিমানযোগে রাজশাহী এসে বিভাগীয় স্টেডিয়ামে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি বলেন এতোদিন শুনেছি রাজশাহীতে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কারনে এখানে আন্তজার্তিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা যায়না।
আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের যে সকল সুযোগ সুবিধা থাকার দরকার তার সবই আছে আন্তর্জাতিক মানের বলে মনে হয়েছে। তাই রাজশাহীতে আন্তজার্তিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব। রাজশাহীতে প্রথম বেসরকারী আন্তজার্তিক ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়েছিল তবে এখন পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার পরের হবেনা কেন। রাজশাহীর গ্রাউন্ডস, যোগাযোগ,আবাসন সবি আন্তর্জাতিক মানের।
বিমানে ঢাকা থেকে রাজশাহী আসতে সময় লাগে ৪০ মিনিট। আসার পরে কিছুক্ষনের জন্য হোটেলে থেকেছি জা দেখে আমার মনে হয়েছে আন্তর্জাতিক মানের। বিশ^ দরবারে এমন সব দেশ আছে আবাসন ও উন্নত মানের মাঠ নেই যা রাজশাহীতে আছে।
এছাড়াও তিনি বলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অনেক স্বপন আছে রাজশাহীকে ঘিরে। স্বল্প সময়ে আমি বিসিবির সভাপতি হয়েছি। এর মধ্যেই উপদেষ্টা মহোদয়ের সাথে আমার কয়েক দফা সভা করেছি। তারো ইচ্ছা রাজশাহী ক্রিকেটকে কিভাবে আন্তর্জাতিক মানের করতে পারি। তার আদেশ আছে এখানে বিপিএল খেলা আয়েজনের। আমরা কিভাবে এটা করতে পারি তার জনই সবকিছু দেখতে এসেছি। তাই গ্রাউন্ড কমিটির চেয়ারম্যানও এসেছেন রাজশাহীতে।
রাজশাহীকে ঘিরে পুরো উত্তরবঙ্গের ক্রিকেটকে দ্রুত এগিয়ে নিয়ে যাবার লক্ষ্য আছে বিসিবির। এখানে বিসিবির কার্যক্রমকে কিভাবে রাজশাহী কেন্দ্রিক করে পুরো উত্তরবঙ্গে পরিচালনা করতে পারি।
বিশেষ করেও রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার ক্রিকেট লীগ, উয়ুথ প্রিমিয়ার ক্রিকেট লীগ নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে বিসিবির। আমরা যাকে বণিল ট্রিপল সেঞ্চুরী। ট্রিপল সেঞ্চুরীর অংশ হিসেবে ক্রিকেটকে কিভাবে বিকেন্দ্রীকরণ করা যায়। তবে রাজশাহীতে সবকিছুই সম্বব এটাই দেখলাম।
গত মে মাসে দক্ষিন আফ্রিকা ইমাজিং দলের রাজশাহী সফওে দর্শকদেও আনাগুনা নিয়ে তিনি বলেন রাজশাহী টেস্ট হিসেবে আমরা সাউথ আফ্রিকা ইমাজিং দলকে পাঠিয়েছিলাম্ বিশ্বে বড় ধরনের খরা,মানুষ মাঠে গিয়ে খেলা দেখেনা। টেলিভিশনে কিংবা স্ট্রিমিংয়ে খেলা দেখে কিন্ত খেলা দেখার জন্য দর্শকের ভিড়ে রাজশাহী স্টেডিয়ামের গ্যালারী ভরে যায়। তার মানে রাজশাহীর মানুষ খেলার পাগল তারা সব সময় খেলা দেখতে আগ্রহী। এটাই হলো রাজশাহীর উদহারণ।
রাজশাহীর ক্রিকেট এগিয়ে নিয়ে যাবার সুযোগ সুবিধা , ফ্লাড লাইট,আবাসনসহ আনুসাঙ্গিক কাজগুলো করার পরিকল্পনা আছে বিসিবির। রাজশাহীতে বিপিএল হলে অবশ্যই সেভাবেই হবে। আমরা চাই ক্রিকেট শুধু ঢঅকা কেন্দ্রি না থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়ুক। রাজশাহী থেকে আরোও ক্রিকেটার উঠে আসে সে জন্য প্রিমিয়ানর ক্রিকেট লীগ চালু করার পরিকলাপনা হাতে নিয়েছি। স্টেডিয়ামের সম্মুখে রাখা ছিল কমেন্ট বোর্ড। সেখানে ক্রিকেটকে ঘিওে স্বপ্নের কথা লিখেছেন ক্রিকেট প্রেমিরা। তিনি লিখলেন টেস্ট ক্রিকেটে আমরা বিশ্ব সেরা হতে চাই। এটা কিভাবে সম্ভব জানতে চাইলে তিনি বলেন আমি আমার স্বপ্নের কথা লিখেছি। আজ এখানে ১২ বছরের নিচে যারা তাদের নিয়ে এসিেছ। এরাই আমাদেও ভবিষ্যত প্রজন্ম। এদেও সঠিকভাবে গাইড করলে আমাদেও টেস্ট ক্রিকেট বিশ্ব সেরা হবে।
নবীন ক্রিকেটারদের সহয়তা দিয়ে যাওযার আশ্বাস দিলেন বুলবুল। যারা ক্রিকেটার গতে চাই ক্রিকেট বোর্ডেও সহয়তা ছাড়া হয়তো তারা অনেকদুর যেতে পারবেনা। আমরা প্রতিশুতি দিচ্ছি ভালো ক্রিকেটার হবার জন্য ভালো ট্রেইনার, কোচ দরকার যেটা আমরা করতে পারবো সেটা আমরা করবো।
নবীনদের বলবো তারা যেন সৎ মানুষ হিসেবে ক্রিকেট খেলা করে। আমরা অনেক টুর্নামেন্ট করেছি। যাদের খেলার সুযোগ আছে তারা যদি সততার সাথে খেলা করে তাহলে অবশ্যাই পারবে। তাদের সহয়তার জন্য বিসিবি একপায়ে দাড়িয়ে আছে। টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূতি উপলক্ষে বিভাগীয় শহরগুলোতে চলছে বিসিবির সপ্তাহ ব্যাপী উৎসব। তারই অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চলছে নানা আয়োজন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.