নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের উদ্দ্যোগে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫৬ জন সদস্যদের মাঝে ব্লেজার প্রদান করা হয়েছে।
প্রথমেই প্রাক্তন ফুটবলার ও প্রবিন রেফারী শফিুকল আলমকে ব্লেজার পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান পিপিএম।
জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মোসাদ্দেুকুল কুদ্দূস সিদ্দিকী সেলিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
এ সময় অন্য সদস্য ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #

















