রাজবাড়ীতে নছিমনে তল্লাশিকালে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, আটক ৪

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর তালতালা এলাকা থেকে ৬০৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী চক্রের ৪ জনকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১২টি সিম কার্ডসহ ৮টি মোবাইল ফোন, নগদ দেড় হাজার টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নছিমন গাড়িটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী গ্রামের মো. সাজ্জেদের ছেলে মো. মুজাহিদ (৩২) ও একই এলাকার মো. জাহাঙ্গীর আহম্মেদের ছেলে মো. শরিফ আহম্মেদ ফারুক (৩২), রাজবাড়ীর শ্রীপুর এলাকার মো. কাদের শেখের ছেলে মো. সোহাগ শেখ (২২), কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বিত্তিপাড়া গ্রামের মৃত পেষন মন্ডলের ছেলে মো. মিন্টু মন্ডল (২৫)।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বিটিসি নিউজকে জানান, আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ফরিদপুর র‌্যাব আটককৃতদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করেনি। করলে তাদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.