রাজবাড়ীতে বিদ্যুৎ বিলের কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া সেই মোক্তার গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে প্রতারণা করে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হওয়া ওজোপাডিকোর সেই পিচরেট কর্মচারী (অবৈধ মিটার রিডারম্যান) রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাসকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের শফিপুর এলাকা অভিযান পরিচালনা করে প্রতারক মোক্তারকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পাভেল মোল্লা বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে মোক্তারের অবস্থান নিশ্চিত করে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রাজবাড়ীতে আনা হচ্ছে।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরনারায়ণপুর গ্রামের সেলিম রেজা ওরফে সেলিম মাস্টারের ছেলে মোক্তার বিশ্বাস সদর উপজেলার আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর ধরে ওজোপাডিকোর বিদ্যুতের মিটার রিডারম্যান হিসেবে হিসেবে কাজ করে আসছে। অভিযুক্ত মোক্তার বিশ্বাস রাজবাড়ী জেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নিয়োগপ্রাপ্ত কর্মচারী মিটার রিডারম্যান হিসেবে পরিচয় দিয়ে আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিল আদায় ও নতুন সংযোগের নামে অর্থ গ্রহণ করে থাকতো।
২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় দুই বছরে দুই ইউনিয়নের শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছিল। পরে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই সব গ্রাহকদের বকেয়া বিল পরিশোধ করার জন্য নোটিশ প্রদান করা হয়।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২ জুলাই বেলা ১১টার দিকে ভুক্তভোগী গ্রাহকরা রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপে রাজবাড়ী ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে মোক্তার বিশ্বাসের বিরুদ্ধে ৪০৬/৪২০ ধারায় রাজবাড়ী থানায় মামলা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.