রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ির কালুখালী উপজেলায় গরুবোঝাই ট্রাক উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। একই সঙ্গে ট্রাকে থাকা দুটি গরুও মারা গেছে।
শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ‘বাংলাদেশ হাট’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রকিবুল (৫০) ও সাইদুর রহমান (৪০) কুষ্টিয়া জেলার ইসলামিক বিশ্ববিদ্যালয় থানার আফজালপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর জিল্লুর রহমান। তিনি বলেন, ‘কুষ্টিয়া থেকে গরুবোঝাই ট্রাক বাংলাদেশ হাট এলাকায় এসে একটি অটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আমরা দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি।’
স্থানীয়দের থেকে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবাহী একটি ট্রাক বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। সে সময় ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। সেই সঙ্গে ১৪টি গরুর মধ্যে ১২টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি দুটি গরুর মৃত্যু হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বিটিসি নিউজকে বলেন, ‘বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা হয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.