রাজধানী দিল্লি প্রবল ঝড়বৃস্টিতে ক্ষতির মুখে

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল আচমকাই প্রবল ঝড় বৃস্টিতে রাজধানীর একাধিক বাড়ি ও সৌধের ক্ষতি হয়েছে। খবরে প্রকাশ গতকাল রাজধানীতে ১০০ কিমিঃ বেগে ঝড়েতে লণ্ডভণ্ড হয় দিল্লি সমেত একাধিক এলাকা।
গত চার বছর আগে এরকম ঝড় হলেও এতটা দাপট ছিল না। প্রায় কুড়ি-পঁচিশ মিনিট ধরে চলে ঝড়ের দাপট।ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি অফিসভবন গাড়ি। প্রায় দু-শো গাছ পড়ে গিয়ে রাস্তা বন্ধ হয়ে আছে। প্রচুর গাড়ির ও ক্ষতি হয়েছে।
ক্ষতি হয়েছে ঐতিহ্যবাহী জাম্মা মসজিদের। সেখানকার গম্বুজের বিরাট ক্ষতি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস থাকলেও এতটা দাপট রাজধানী দিল্লি বেশ কয়েক বছর বাদে দেখল।
দিল্লিতে আজও হাল্কা থেকে মাঝারি ধরনের বৃস্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।
পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ সারা দেশে গরমের দাপট অব্যাহত। যদিও কেরলে বর্ষা শুরু হয়ে গেছে নির্ধারিত সময়ের আগেই। পশ্চিমবঙ্গে সামনের সপ্তাহ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.