রাজধানীর তুরাগে আগুন লেগে একই পরিবারের ৩ জন নিহত

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর তুরাগ থানার চন্ডালভোগ এলাকায় আগুন লেগে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। বিদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম জানায়, আজ মঙ্গলবার (০৪ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটে তুরাগের চন্ডালভোগ এলাকায় একটি টিনশেড কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা শাখা থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর দুই কক্ষ বিশিষ্ট ঘরটিতে উদ্ধার অভিযান চালিয়ে জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪) নামে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নিহত ২ জন ভাই-বোন, অপরজন তাদের খালাতো বোন।
এসময় আগুনে পুড়ে যায় টিনশেড কলোনির দুটি ঘর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.