রাজধানীর গুলশানে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা

ঢাকা প্রতিনিধিআজ শুক্রবার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর গুলশানে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টায় গুলশান-২ নম্বরের ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই জনসভা।

কর্মী সমর্থকরা সকাল থেকেই সভাস্থলে আসতে শুরু করেছেন। নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রাজধানীর বিভিন্ন আসনে মহাজোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আগামীকাল সিলেটে নির্বাচনি জনসভা করবেন প্রধানমন্ত্রী। এছাড়া, আগামী রোববার রংপুরে এবং সোমবার রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.