রাজধানীর কারওয়ান বাজারে জামায়াতের ঝটিকা মিছিল

বিশেষ প্রতিনিধি: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার (২২ জানুয়ারী) সকালে দলটির ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলটি কারওয়ান বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে অংশ নেন নাজিম উদ্দিন মোল্লা, মু. আতাউর রহমান সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট জিল্লুর রহমান, কুতুব উদ্দিন, ইঞ্জিনিয়ার নোমান আহমেদী, ইউসুফ আলী মোল্লা ও ছাত্রনেতা সালাহউদ্দিন প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, ‘সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নতুন করে তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচন করার জন্য দিবাস্বপ্নে বিভোর। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা নতুন করে বিরোধী দলের ওপর দমন-পীড়ন শুরু করেছে। সরকার বিরোধী শিবিরকে নেতৃত্বশূন্য করে রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্যই জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের গ্রেপ্তার করে জুলুম-নির্যাতন চালাচ্ছে।’
তিনি অবিলম্বে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কারারুদ্ধ সকল আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান।
ড. রেজাউল করিম বলেন, ‘সরকার মিথ্যাচারকে জাতীয়করণ করার পর এখন বিদেশি কূটনীতিক ও অতিথিদের নামেও নির্লজ্জ মিথ্যাচার শুরু করেছে। তারা মার্কিন মন্ত্রী ডোনাল্ড লু’র নামে মিথ্যাচার করে বর্হিবিশ্বে দেশ ও জাতির সম্মানহানী ঘটিয়েছে। তারা নানাবিধ ষড়যন্ত্র করে আসন্ন সরকার বিরোধী আন্দোলনকে বিভ্রান্ত ও বিপথগামী করতে চায়। কিন্তু তাদের সে ষড়যন্ত্র জনগণ কখনোই সফল ও স্বার্থক হতে দেবে না। অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের করতে হবে। অন্যথায় সরকারের জন্য লজ্জাজনক পরিণতি অপেক্ষা করছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলে গত ১৪ বছরে সম্পূর্ণ অযৌক্তিকভাবে দফায় দফায় ১০ বার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জনজীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। প্রতিমাসে দাম সমন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধির পথ আগেই উম্মুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই গ্যাসের দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। মূলত সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও ভ্রান্তনীতির কারণে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সঙ্কট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সকল দ্রব্যমূলের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে, তখন সরকারের এই গণবিরোধী ও আত্মঘাতী সিদ্ধান্ত রীতিমত ‘মড়ার ওপর খাড়ার ঘা।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.