রাজধানীর কাওরান বাজারে পেট্রোবাংলা ভবনে আগুন

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর কাওরান বাজারে অবস্থিত পেট্রোবাংলা ভবনে আজ শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টা ২৬ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন অগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ গণমাধ্যমকে জানান, সকাল ৯টা ২৬ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে সকাল ১০.১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

পেট্রোবাংলার সচিব জানিয়েছেন, ভবনের ১৪ তলায় আগুন লেগেছে বলে খবর পেয়েছেন। এ ফ্লোরে সংস্থাটির কয়েকটি কোম্পানীর লিয়াজো অফিস রয়েছে। তবে আগুন লাগার কারন ও ক্ষয় ক্ষতির পরিমান এখন ও জানা যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.