রাজধানীতে ১২ ঘণ্টায় কী পরিমাণ বৃষ্টি হলো?

ঢাকা প্রতিনিধি: বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। সড়ক-অলিগলিতে পানি জমে থাকায় বিপাকে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবীরা। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলছেন, অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ার কারণে অনেক বৃষ্টিপাত হয়েছে বলে মনে হচ্ছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিটিসি নিউজকে তিনি এ কথা বলেন।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার বেলা ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১০৭ মিলিমিটার। এর মধ্যে ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৭১ মিলিমিটার।
তিনি বলেন, অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ার কারণে মনে হচ্ছে অনেক বৃষ্টিপাত। বৃষ্টি এরইমধ্যে কমেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃষ্টিপাত আরও কমে আসবে।
এদিন ভোর থেকেই মুষলধারে বৃষ্টি নামে রাজধানীজুড়ে। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকার বিভিন্ন এলাকা। মৌচাক, মালিবাগ, রাজারবাগ, খিলগাঁও, বাসাবো ও মুগদাসহ বিভিন্ন এলাকায় পানি জমে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। কোথাও কোথাও হাঁটু পানি, কোথাওবা তার চেয়েও বেশি পানি জমে যায়। গাড়ির ধীর গতিতে যানজটে পড়তে হয় স্কুল, কলেজ ও অফসগামীদের।
পুরান ঢাকার বংশাল, নাজিরাবাজার ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন মানুষ। বংশালে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বেকারি কর্মচারীর মৃত্যু হয়েছে।
আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.