রাজধানীতে মানবপাচারকারী চক্রের সন্ধান, আটক ১৩ রোহিঙ্গা নারী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর আফতাবনগর এলাকায় মানব পাচারকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় ১৩ জন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

আজ রবিবার (২৬ জানুয়ারী) দুপুরে এ অভিযান চালানোর কথা জানান র‌্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম।

তিনি জানান, মানবপাচারকারী একটি চক্রের সন্ধান পেয়ে আফতাবনগরে দুই নম্বর রোডের ৪০ নম্বর বাসায় অভিযান চালানো হচ্ছে। ওই বাসা থেকে বিদেশে পাচারের অপেক্ষায় থাকা ১৩ জন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী র‌্যাবের এ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.