রাজধানীতে প্রাইভেটকারে ঘুরে ঘুরে বিদেশী মদ বেচতেন অভিযুক্তরা

ঢাকা প্রতিনিধি: রাজধানীর মিরপুর এলাকা থেকে ১৭ বোতল বিদেশী মদসহ ব্যক্তিকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার। অভিযুক্ত মাদক কারবারিরা ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় মদ সরবরাহ করতো বলে জানিয়েছে র‍্যাব-৪।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর-১ এলাকায় অভিযান চালায়।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১৭ বোতল বিদেশী মদভর্তি প্রাইভেট কারসহ মো. বাদশা (৪৭), মো. সালমান খালেদ (২৪) ও মো. ইউসুফ আলীকে (২২) গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.