রাজধানীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-৪৫

বিশেষ প্রতিনিধি: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে যথাক্রমে,(ক) ১৬৫৫ পিস ইয়াবা, (খ) ৫ কেজি ৮৫৫ গ্রাম ৭ পুরিয়া গাঁজা, (গ) ১১ গ্রাম হেরোইন, (ঘ) ১০২ বোতল ফেন্সিডিল, (ঙ) ১০৪ বোতল দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গহকাল বৃহস্পতিবার (১২ মে ২০২২) সকাল ৬-টা থেকে আজ শুক্রবার (১৩ মে) ২০২২ ইং তারিখ সকাল ৬-টাটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩-টি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, আজ শুক্রবার (১৩ মে) ২০২২ ইং তারিখ রাজধানীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে হেরোইন, গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার পূর্বক ৩৩-টি মামলা তথা ৪৫ জনকে গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.