রাজধানীতে অ্যাম্বুলেন্স-গাঁজাসহ গ্রেফতার-৩

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: রাজধানীর কমলাপুর এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতার মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে করে গাঁজা কেনাবেচা করছিল বলে জানিয়েছে ডিবি।
গ্রেফতাররা হলেন: মো. হান্নান, মো. রমজান মিয়া ও মো. ওমর আলী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিবি।
আজ শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী বিটিসি নিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি শাহজাহানপুর থানাধীন দক্ষিণ কমলাপুর টিটিপাড়া বস্তির মেইন গেটের সামনে গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে হান্নান, রমজান ও ওমরকে গ্রেফতার করা হয়।
তারা মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অ্যাম্বুলেন্সে করে গাঁজা কেনবেচা করছিল। তাদের কাছে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অ্যাম্বুলেন্সেটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার স্বপন বালমেকী / ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.