রাঙামাটিতে টানা বর্ষণ-পাহাড়ি ঢলে বহু মানুষ পানিবন্দী

রাঙ্গামাটি প্রতিনিধি: গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির লংগদুর মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাস্তা ডুবে যাওয়ায় মানুষ নৌকা দিয়ে চলাচল করছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির লংগদুর- দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
পাহাড়ি ঢলে লংগদুর লেমুছড়ি, ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকায় ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খুলে বন্যাকবলিতদের সহযোগিতার প্রস্তুতি নিয়েছে।
এদিকে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. মাজহারুল করিম মাজেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.