রাকাব’র শুভ হালখাতা-১৪২৫ ও বৈশাখী মেলার উদ্বোধন

প্রেসবিজ্ঞপ্তি: সোমবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর বিভাগের নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জোনের আওতাধীন বিভিন্ন শাখায় ব্যাংকের শুভ হালখাতা-১৪২৫ ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কয়েকটি শাখায় এ মেলার শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর উত্তর জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ বদিউজ্জামান প্রধান, ঠাকুরগাঁও জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, পঞ্চগড় জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মোসাদ্দেক হোসেন, সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঋণগ্রহীতাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জনাব নজরুল ইসলাম সৈয়দপুর, বীরগঞ্জ, নারগুন, ঠাকুরগাঁও, আউলিয়াপুর, বোদা, ধাক্কামারা, পঞ্চগড়, ভজনপুর এবং তেঁতুলিয়া শাখার শুভ হালখাতা ও ঋণ মেলা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণগ্রহীতাদের নিকট থেকে ঋণ টাকা আদায় এবং একই সাথে ঋণ বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মুহাম্মদ নজরুল ইসলাম শুভ হালখাতা ও বৈশাখী মেলায় উপস্থিত ঋণগ্রহীতাদেরকে ঋণের টাকা পরিশোধ করে প্রয়োজনে পুনরায় ঋণ গ্রহণ এবং লাভজনক বিনিয়োগের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের তহবিল ব্যবস্থাকে শক্তিশালী করতে বিভিন্ন আকর্ষণীয় ও লাভজনক সঞ্চয় স্কিমগুলিকে কাজে লাগিয়ে আমানত সংগ্রহ কার্যক্রমকে ফলপ্রসু করার জন্য তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.