রাওনিক ছিটকে গেলেন ফ্রেঞ্চ ওপেন থেকে

বিটিসি নিউজ ডেস্ক: কানাডিয়ান তারকা মিলোস রাওনিক হাঁটুর ইনজুরির কারণে শেষ পর্যন্ত ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।  হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি বেশ কিছুদিন ধরেই। টুইটারে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ২৭ বছর বয়সী এই কানাডিয়ান , ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি রোলা গ্যাঁরো থেকে আমি নাম প্রত্যাহার করে নিচ্ছি। সেখানে আমার অনেক সুখস্মৃতি রয়েছে।
আমি জানি  অনেক বেশী কঠোর পরিশ্রম করতে হবে আমাকে কোর্টে সেরা ফর্মে ফিরতে হলে। আমাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ। গ্রাস কোর্টে খুব শিগগিরই দেখা হবে।’ ২০১৬ সালের উইম্বলডন বিজয়ী বিশ্বের ২২ নম্বর র‌্যাঙ্কধারী এই খেলোয়াড় ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলেছেন।
মন্টে কার্লো মাস্টার্সের তৃতীয় রাউন্ডের ম্যাচের আগে নাম প্রত্যাহার করে নেন এপ্রিলে হাঁটুর সমস্যার কারণে  । এরপর মাদ্রিদ মাস্টার্সে ফিরে আসলেও সতীর্থ ডেনিস শাপোভালোভের কাছে পরাজিত হয়ে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন। আগামী রবিবার থেকে প্যারিসে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.