চট্টগ্রাম ব্যুরো: আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে নিয়ে গ্রাহক সেবার লক্ষে আধুনিক ও কোয়ালিটি সম্পন্ন পণ্য নিয়ে রাউজান সিটি সেন্টারে এবার যাত্রা করেছে ফোর ব্রাদার্স জেন্টস, লেডিস এন্ড কিডস জোন।
গতকাল ৩রা ফেব্রুয়ারি শনিবার দুপুরে প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুর রহিমের বাবা মোহাম্মদ শামসুল আলম ও মমতাময়ী মা তৈয়বা বেগম প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে ফিতা কেটে ফোর ব্রাদার্স জেন্টস, লেডিস এন্ড কিডস জোনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
উপজেলার প্রানকেন্দ্র ফকিরহাটস্থ সিটি সেন্টারের ১ম তলার ১৭নং দোকানে প্রতিষ্ঠিত ফোর ব্রাদার্স জেন্টস লেডিস এন্ড কিডস জোন। যেখানে শার্ট, পেন্ট, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, গেঞ্জি,শাড়ী, লেহেঙ্গা ওয়ান-পিচ, টু-পিচ, থ্রী-পিচ, টপস, বেবি সেট, বাওয়া সেট, কুটি সেটসহ ছোট বাচ্চাদের সকল প্রকার কাপড় পাওয়া যাবে সুলভ মূল্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গহিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর উদ্দিন, সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মোরশেদ, সাধারণ সম্পাদক কাইসার হামিদ মুন্না, টপটেন জেন্টস এন্ড কিডসের এর স্বত্বাধিকারী মোহাম্মদ জোবায়ের হোসেন, আইস ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ সাহেদ, সিটি সেন্টারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সামিউল সামি, মোহাম্মদ আরমান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নাইম, মোহাম্মদ জব্বারসহ সিটি সেন্টারের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুর রহিম ফোর ব্রাদার্স জেন্টস, লেডিস এন্ড কিডস জোনের পক্ষ থেকে সকল ক্রেতা-বিক্রেতা ও শুভাকাঙ্খীদের পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.