রহস্যজনক মৃত্যু প্রাণিসম্পদ কর্মকর্তার

রংপুর প্রতিনিধি: প্রাণিসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অফিস সহায়ক বদিউজ্জামান বিটিসি নিউজকে জানান, সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। এ সময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে সাওয়ারের সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে আমার চিৎকার এবং কান্নাকাটি শুনে অন্যরাও ছুটে এসে পুলিশে খবর দেন। ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরির কারণে তিনি রংপুরে তার অফিসের পাশে জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে বসবাস করতেন।
রংপুর মেট্রোপলিটনের পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বিটিসি নিউজকে জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অফিস ও পারিবারিক সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.