রসায়নে তিন বিজ্ঞানীর নোবেল, লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণা

ছবি: সংগৃহীত:

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে এ বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। গতকাল বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি তাদের নাম ঘোষণা করে। তারা হলেন রসায়নবিদ জন বি গুডনাফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়ুশিনো। এদের মধ্যে ৯৭ বছর বয়সে নোবেল পেয়ে রেকর্ড গড়েছেন গুডনাফ। খবর বিবিসি ও রয়টার্স।

এই তিন বিজ্ঞানীকে ১১ লাখ মার্কিন ডলার দেওয়া হচ্ছে। এই অর্থ তারা ভাগ করে নেবেন। লিথিয়াম আয়ন ব্যাটারির কারণেই ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার সহজ হয়েছে। মোবাইল ফোন, পেসমেকার, ইলেকট্রিক গাড়ির ব্যবহারের পথ তৈরি করেছে লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারি। এখন পর্যন্ত ১৮১ জনকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

আজ সাহিত্য, কাল শান্তিতে ও ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

আলফ্রেড নোবেল ১৮৯৫ সালের নভেম্বরে নিজের মোট উপার্জনের ৯৪ ভাগ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার একটি উইলের মাধ্যমে নোবেল পুরস্কার চালু করেন।

এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিত্সাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। এর পরে ১৯৬৮ সালে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.