রমজান ও পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সিংড়া পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ কর্মসুচি শুরু
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় রমজান ও পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে পৌরসভার প্রায় ৫হাজার দুঃস্থ্য ও অসচ্ছল পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে কর্মসুচির উদ্বোধন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, সিংড়া পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম, সচিব আঃ মতিন সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস জানান, মোট চার হাজার ছয়শত একুশ জন দুঃস্থ্য ও অসচ্ছল পরিবারের মাঝে বরাদ্দ অনুযায়ী মাথাপিছু ১০ কেজি করে মোট ৪৬.২১০ মেট্টিক টন ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। এরমধ্যে অন্যান্য জাতি গোষ্ঠীর নাগরিকও রয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.