রথযাত্রায় নিহত আদমদীঘির নরেশ মহন্তের পরিবারকে ইসকনের এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সেউজগাড়ীতে রথযাত্রা কালে বিদ্যুতায়িত হয়ে পুনার্থী আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের নিহত নরেশ মহন্তের পরিবারকে আন্তর্জাতিক সংস্থা ইসকনের পক্ষ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) বেলা ১২ টায় কুন্দগ্রাম মোহন্তপাড়ায় নিহতের নিজ বাড়ীতে ইসকন কর্তৃপক্ষ নিহত নরেশ মহন্তের স্ত্রী আরতি বালার হাতে নগদ এক লাখ টাকা তুলে দিয়ে নিহতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ ইসকন এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান এবং ঠাকুরগাঁও গোরিয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনদ স্বামী মহারাজ, আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীমৎ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, ইসকনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্রীমৎ জগৎ গুরুদাস ব্রহ্মচারী, ক্ষেতরধাম ইসকনের অধ্যক্ষ পার্থ সারথী দাস ব্রহ্মচারী, বগুড়া ইসকনের অধ্যক্ষ শ্রীপাদ খরাজিতা কৃষ্ণদাস ব্রহ্মচারী, কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সদস্য ও বগুড়া আনন্দ ইসকন মন্দিরের সভাপতি দিলিপ কুমার দেব, বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার, বগুড়া সদর পুজা উদযাপন পরিষদের সম্পাদক আশিষ কুমার রায়, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, ইসকন প্রভু কুশল বর্মন, প্রভু সনকীর্তন দাস প্রমুখ।
পরে নেতৃবর্গ বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.