রংপুর-৬ আসনের প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধিআসন্ন একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দু’জনই নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কে হচ্ছেন পীরগঞ্জের জনপ্রতিনিধি, এই নিয়ে অনিশ্চয়তর মধ্যে ছিলেন স্থানীয় ভোটাররা। শেষপর্যন্ত আজ বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনেপীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীর সামনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে নিজের মেয়ে উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে রংপুর -৬ আসনের প্রার্থী হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী এ আসনে শিরীন শারমিনকে বিজয়ী করতে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দলীয় ইউপি চেয়ারম্যানরা, উপজেলা আওয়ামী লীগ নেতারা, ১৫টি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ এবং ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদককে একযোগ কাজ করতে আহ্বান জানান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.