রংপুর “মানব উন্নয়ন সংস্থার” উদ্যোগে ত্রাণ বিতরণ (ভিডিও)

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর সাতগাড়া মাষ্টারপাড়া এলাকায় “সাতগাড়া মানব উন্নয়ন সংস্থার” উদ্যোগে আজ বুধবার (০৮এপ্রিল) দুপুরে প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জিন্নাহ আল মামুন, সাতগাড়া মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ডা. নাছিরুল হক আজাদ, চেয়ারম্যান মহিদুল ইসলাম লুথু, নির্বাহি পরিচালক জাবেদ ইকবালসহ সংস্থার সকল সদস্যবৃন্দ।

বিতরনকালে উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন- বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রার্দুভাব জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সকল জেলায় লকডাউন ঘোষনা করা হয়েছে।

এতে করে দুস্থ, অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষজন বিপাকে পড়েছেন। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষসহ বেসরকারি সংস্থাগুলোকে দুস্থ অসহায় মানুষজনের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.