রংপুর বিভাগে হোম কোয়ান্টোইনে ১৮৩২ জন

রংপুর ব্যুরো: রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ ফেরত আরও ১৩৯ জন। এনিয়ে এইবিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে থাকছেন ১ হাজার ৮৩২ জন।

রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত এই বিভাগের ৮ জেলায় মোট ২ হাজার ৭১৯ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন।

এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ৮৯০ জনকে। এখন হোম কোয়ারেন্টাইন আছেন ১ হাজার ৮৩২ জন। যাদের মধ্যে গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন এ গেছেন ১৩৯ জন।

তিনি আরও জানান, কোয়ারেন্টাইনদের মধ্যে রংপুরে ৩৬৩, পঞ্চগড়ে ৬৯৬, নীলফামারীতে ৩০৩, লালমনিরহাটে ১৮৬, কুড়িগ্রামে ৩১২, ঠাকুরগাওয়ে ৪৫৫, দিনাজপুরে ৪১৭এবং গাইবান্ধায় ৩৪৪  জন আছেন।

এছাড়াও গাইবান্ধায় ২ জন সনাক্ত হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি আছেন একজন।

তিনি জানান, জনগন সচেতন হলেই এই প্রাণঘাতি ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি সরকারী নির্দেশনা মানার আহবান জানান জনগনকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.