রংপুর বিভাগে ঈদ-উপলক্ষে র‌্যাবের বিশেষ নিরাপত্বা বলয়

রংপুর ব্যুরো: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রংপুর মহানগরীসহ বিভাগের আট জেলার চুয়ান্ন উপজেলায় বিশেষ সশস্ত্র নিরাপত্বা বলয় গড়ে তুলেছে র‌্যাব-১৩। এছাড়াও পুরো বিভাগে মোতায়েন করা হয়েছে স্পেশাল গোয়েন্দা টিম।  ঈদ পরবর্তী সরকারি ছুটির দিন পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত থাকবে। নিশ্চিন্তে ঈদ-উদযাপন নিশ্চিত করতে র‌্যাবকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানিয়েছেন সিও মোজাম্মেল হক।

র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি গোলাম মর্তুজা বিটিসি নিউজকে  জানান, পবিত্র রমজান মাস এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রংপুর মহানগরীসহ পুরো বিভাগের র‌্যাবের শক্তিশালি সশস্ত্র টিম দিয়ে বিশেষ নিরাপত্বা ব্যবস্থা নেয়া হয়েছে।  এজন্য বিভাগের সকল রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সড়ক, মহাসড়ক, বিপনি বিতান, পর্যটন কেন্দ্রসহ গুরুত্বপুর্ন এলাকায় চাঁদাবাজি, মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই, টিকেট কালোবাজারি, প্রতারক চক্রকে ধরতে সশস্ত্র টিমের পাশাপাশি বিশেষ গোয়েন্দা বাহিনীর জাল বিছানো হয়েছে।

এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, পবিত্র ঈদ-উল-ফিতরের দিন  রংপুর মহানগরীর সকল ঈদগাহমাঠসহ কালেক্টরেট ঈদগাহ মাঠ, তালুকহাবু ঈদগাহ , দিনাজপুরের গোর-ই শহীদ ঈদগাহ মাঠসহ বিভাগের আট জেলার ৫৪ উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ডের বড় বড় ঈদগাহ মাঠে র‌্যাব নিরাপত্বায় দায়িত্ব পালন করবে। এছাড়াও ঈদ উপলক্ষে রংপুর চিড়িয়াখানা, তাজহাট জমিদার বাড়ি, প্রয়াস, শিরিন পার্ক, সুরভী উদ্যানসহ বিভাগের সকল সরকারি বেসরকারি বিনোদন ও পর্যটক কেন্দ্রে বাড়তি নিরাপত্বায় থাকবে র‌্যাব সদস্যরা।

র‌্যাব কর্মকর্তা গোলাম মর্তুজা আরও জানান, রংপুর মহানগরীসহ বিভাগের প্রতিটি জেলা উপজেলা শহরে ঈদ পরবর্তি সরকারী ছুটির দিনগুলোতে, সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বিপনী বিতান, শপিং মল ও আবাসিক এলাকায় র‌্যাবের সশস্ত্র ও গোয়েন্দা টিম মোতায়েন থাকবে।

র‌্যাব-১৩ এর সিও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বিটিসি নিউজকে জানান, রংপুর মহানগরীসহ পুরো বিভাগের নাগরিকদের নিশ্চিন্তে  ঈদ উদযাপন নিশ্চিত করতেই ঈদ পুর্ব এবং ঈদ পরবর্তি আমাদের এই বিশেষ নিরাপত্বা ব্যবস্থা। আমাদের নিরাপত্বা জালে কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে তা আমরা জিরো টলারেন্স নীতিতে দমন করবো। এজন্য তিনি বিভাগবাসির সহযোগিতা কামনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.