রংপুর নিউ মর্কেটে আগুন

 

রংপুর ব্যুরোআজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টারদিকে রংপুর নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একটি ইলেক্ট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত ২০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীরা বলছেন, এতে প্রায় তিন কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। মার্কেটটি ছিল ইলেক্ট্রোনিক্স সামগ্রীর।

ফায়ার সার্ভিস বিটিসি নিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আকস্মিকভাবে মিনি সুপার মার্কেটের পেছনে একটি ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকানে আগুন লাগে। মহূর্তের মধ্যে আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২০টি দোকানের সব মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, মার্কেটের প্রবেশপথের দুটি বিদ্যুতের খুঁটিতে প্রথম ফায়ারিং হয়। সেখানে ফায়ারিং-এর পরেই মার্কেটের একটি ভেতরে আগুন ধরে যায়। মহূর্তেও মধ্যেই তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেটটির ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হারুন বিটিসি নিউজকে জানান, প্রাথমিকভাবে আমরা জানি ২০টি দোকান পুড়ে যায়। এছাড়াও আংশিক অনেক দোকানই পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করছি তিন কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.